সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আজকের আর্টিকেল বিষয় দুটি ভুতুড়ে বাড়ি নিয়ে যেগুলো শুধুমাত্র ভুতুড়ে ঘটনা জন্য নয়, যার আছে এক করুন কাহিনী।
দ্য ল্যাম্প ম্যানসন
সেইন্ট লুইসে অবস্থিত দ্য ল্যাম্প ম্যানসন, কিছু করুণ ইতিহাসের জন্য এটিকে আমেরিকার সবচেয়ে সেরা ভুতুড়ে বাড়ি খেতাব দেয়া হয়েছে।
৩৩টি রূম বিশিষ্ট এই বাড়িটি তৈরি করেন উইলিয়াম লেম্প ১৮৬০ সালে। মদ্যপানরত অবস্থায় তিনি ১৯০৪ সালে নিজেকে নিজে শেষ করে দেন। এরপর তার চার পুত্রের মধ্যে ছোট ছেলে ফ্রেডরিক মারা যায়। কয়েক বছর পর তার স্ত্রী এই বাড়িতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর ১৯২২ সালে, উইলিয়াম লেম্প জুনিয়র নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে, সেই রূমে যেখানে উইলিয়াম লেম্প আত্মহত্যা করেন।
যদি এতটুকু করুন কাহিনীর জন্য যথেষ্ঠ না হয় তবে পরের কাহিনী শুনুন। ১৯৪৯ সালে,চার্লস লেম্প- উইলিয়ামের তৃতীয় পুত্র বাড়ির বেসমেন্ট তার কুকুরকে গুলি করে হত্যা করে,নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে নিজের ঘরে এসে। ওই বছরে বাড়িটি বিক্রি করে দেওয়া হয় এবং বোর্ডিং হাউস বানানো হয়।
বর্তমানে এই লেম্স ম্যানসন একটি রেস্টুরেন্টে পরিণত হয়েছে এবং এখানে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতি রবিবার রাতে তারা এখানে এক বিশেষ ইভেন্ট অনুষ্ঠিত হয় যার নাম মার্ডার মিস্ট্রি ডিনার।
জেন হারালো হাউজ
লস অ্যাঞ্জেলেস হচ্ছে ভুতুড়ে বাড়ি খোঁজার জন্য একেবারেই আদর্শ জায়গা। আর এই ব্যাভিরিয়ান আদলে তৈরি করা বাড়িটি আছে ব্যাভেরিয়ান হিলস যার আছে এক মারাত্মক ঘটনা।১৯৩২ সালে এই বাড়িটি ছিল আইকনিক অভিনেত্রী জেন হার্লো ও তার স্বামী পল বার্লিনের।তার স্বামী নিজেকে গুলি করে আত্মহনন করেন,সে গুলি করে তার মাথায় আর দাঁড়িয়ে ছিল আয়নার সামনে। তাদের বাটলার তার লাশ দেখামাত্র পুলিশকে ফোন দেয়। এখানে অনেক গুলো রোমার নিউজ আছে যে তিনি সুইসাইড করেননি। এগুলোর মধ্যে জনপ্রিয় একটি হচ্ছে তার প্রাক্তন প্রেমিকা নিয়ে গুজব। একজন প্রত্যেক্ষদর্শী পাওয়া যায় যিনি দাবি করেন যে পলকে সে তার প্রেমিকার সাথে একটা নৌকায় করে ঘুরতে।এই ঘটনার পর জেন বাড়ি ছেড়ে দেন এবং ২৬ বছর বয়সে তিনি মারা যান।
কিন্তু পরে এটি ভয়ঙ্কর ঘটনা হয়ে দাঁড়ায়। ১৯৬৩ সালে, সেলিব্রিটি হেয়ারস্টালিস্ট জে সেবরিং বাড়িটি ক্রয় করেন এবং তার প্রেমিকা শেরন টেট এর সাথে বসবাস করতে থাকে। এরপর তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর তাদের দুইজনের লাশ উদ্ধার করা হয় এই বাড়ি থেকে। তারা চার্লস ম্যানসন কাল্ট গোত্রের হাতে খুন হয়। টেট মারা যায় ২৬ বছর বয়সে যা ছিল জেন এর বয়স।
কিন্তু পিছনে ফিরলে দেখা যায় টেট বিভিন্ন সময় বাড়িতে বেশ কিছু অপ্রাকৃতিক ঘটনা উপলব্ধি করে। যেমন সে যখন একা ঘুমিয়ে ছিল তখন সে দেখতে পায় তার ঘরের পাশে এক ভয়ংকর মানুষ দাঁড়িয়ে আছে। তার বন্ধু বলে এটা নাকি পল বার্নের আত্মা। যখন সে ঘর থেকে বেরিয়ে যায় তখন হলওয়ে একটি ছায়া দেখতে পায় যা ছিল ভয়ঙ্কর। এছাড়াও শোনা যায় যে পাশের সুইমিংপুলে দুইজনের লাশ উদ্ধার করা হয়।
nice article. learned a lot. visit my blog for travel and outdoor related bangla article. https://tripretreat.blogspot.com/?m=1
উত্তরমুছুন