দ্য লস্ট কলোনি অফ রোনক


ঘটনা পড়ে মনে হতে পারে কোন বিজ্ঞান কল্পকাহিনী সিনেমা অথবা টেলিভিশন শো। একদল অভিযাত্রী দল একটি বসতি স্থাপনের জন্য একটি জায়গা খুঁজে পায়। তাদের দলনেতা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফিরে এসে দেখে ওই অভিযাত্রী সবাই ভ্যানিশ হয়ে গেছে কোন আলামত ছাড়াই।



এই ঘটনা কি ভবিষ্যতে অন্য কোন গ্ৰহে ঘটতে চলেছে? না এটা ইতিমধ্যেই কয়েকশ বছর আগে আমাদের এই পৃথিবীতে ঘটে গেছে। উপরের ঘটনা রোনক দ্বীপে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার ভূমিকা, যেটি উত্তর আমেরিকার ইতিহাসে একটি অমিমাংসিত রহস্য হিসেবে গুচ্ছিত আছে।


রোনক দ্বীপে দুইটি সফল অভিযান শেষে একদল অভিযাত্রী ঠিক করে নিউ ক্যারোলিনা নামক একটি দ্বীপে তাঁরা বসতি স্থাপন করবে। ১১৭ জন নারী-পুরুষ ও শিশুরা মিলে ১৫৮৭ সালে এই দ্বীপে প্রবেশ করে। তাঁরা এই দ্বীপটাকে পরিত্যক্ত অবস্থায় পায় এবং তাদের ঘরবাড়ি বানাতে শুরু করে। এছাড়াও তাঁরা পার্শ্ববর্তী দ্বীপের নেটিভদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে।



এই অভিযাত্রীদের নেতা ছিলেন জন হোয়াইট। তিন পূর্ববর্তী দুইটা অভিযানেও ছিলেন। যদিও তাঁরা রোনক দ্বীপে একটি নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন এবং নেটিভদের সাথে সুসম্পর্ক বজায় রাখছিলেন, তবুও তাঁদের আধুনিক বিশ্বের জিনিসপত্রের দরকার ছিল।


১৫৮৭ সালের আগস্টে জন হোয়াইট ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। প্রয়োজনীয় মাল সমান নিয়ে তিনি দ্রুত ফিরে যেতে চেয়েছিলেন। কিন্তু রানি এলিজাবেথ ১ এর অনুরোধে শক্তিশালী স্প্যানিশ আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হতে হয়। সবকিছু শেষ করে তিনি যখন আবার রোনক দ্বীপের উদ্যেশ্যে রওনা হন তখন তিন বছর অতিবাহিত হয়ে গেছে। তিনি রোনক দ্বীপে পৌঁছে, তাঁর দলের কোনো মানুষকে এমনকি তাদের বসতবাড়ি, জিনিসপত্রের কোনো কিছুই হদিস পান না। যেন সবকিছু হাওয়ায় মিলিয়ে গেছে।


ওই দলের মধ্যে হোয়াইটের স্ত্রী,কন্যা এবং সদ্য জন্মানো নাতি ভার্জিনিয়া ডিয়ার (যে ছিল প্রথম জন্মগ্ৰহন করা ব্রিটিশ আমেরিকান) ছিল। হোয়াইট চমকিত হন। কি হলো তাদের সাথে? তারা কোথায় হারিয়ে গেল? একটি মাত্র সুত্র খালি অবশিষ্ট ছিল, সেটি হলো কাঠের বোর্ডে একটি শব্দ লেখা “ক্রোশিয়ান”।


এই ছোট্ট অদ্ভুত সুত্র ছাড়া আর কিছু পাওয়া যায়নি যা থেকে ধারণা করা যেতে পারে আসলে রোনকে কি হয়েছে। হোয়াইট কোন হাড়গোড় বা মানুষ ব্যবহৃত কিছু খুঁজে পাননি যা থেকে তিনি ধরে নিতে পারেন যে তাদের আক্রমণ অথবা খুন করা হয়েছে।


এই অভিযাত্রীগন পরবর্তী সময়ে “ দ্য লস্ট কলোনি” হিসেবে পরিচিত হয়‌। কারণ তাদের আর কখনোই পাওয়া যায়নি। পরবর্তী সময়ে ইতিহাসবিদগন বেশ কিছু তত্ত্ব দাঁড় করিয়েছেন।


কেউ কেউ মনে করেন, যেহেতু ওই কাঠে খোদাই করা ছিল “ক্রোশিয়ান” এর মানে হতে পারে ওই দল তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য ক্রোশিয়ান দ্বীপে যোগ দেয়। তবে দুর্ভাগ্যবশত ১৬০৭ সালে জেমসটাউন বসতি গড়ার আগে কেউ সেভাবে ওই হারানো জাতির খোঁজ করেনি।



অন্য ইতিহাসবিদরা মনে করেন নেটিভ আমেরিকানদের ভয়াল আক্রমণের শিকার হয়েছে অথবা স্প্যানিশদের হাতে যাঁরা ওই সময় ফ্লোরিডায় আক্রমণ করেছিল। অন্য দল বলেন তাঁরা দূর ব্যাধি কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং আরেকদল বিশ্বাস করেন তারা ইংল্যান্ডে ফেরার চেষ্টা করেছিল কিন্তু পথে দুর্ঘটনায় নিহত হন।


গভর্নর হোয়াইট পরবর্তীতে বলেন ওই হারানো জাতি ওইখান থেকে সরে ৫০ মাইল বা তার থেকেও দূরে অন্য কোন দ্বীপে বসতি স্থাপন করেছে। কিছু ইতিহাসবিদরা একে সমর্থন করেছেন, তবে তার কোন প্রমাণ নেই।


শুরুর দিকের জেমসটাউনের বসবাসকারীগন নেটিভদের সাথে কথোপকথন করে জানতে পারে ওই হারানো জাতি দক্ষিণে চলে গেছে।


এই রিপোর্ট মাধ্যমে বলা যেতে পারে যে রোনকের বাসিন্দারা নেটিভদের সাথে মিশে যায়। পরবর্তী তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং নতুন এক গোত্র তৈরি করে যার নাম হয় “দ্য লাম্বি”।


যদিও অনেকগুলো তত্ত্ব আছে, তবুও তথ্য প্রমাণের অভাবে কোন তত্ত্বকেই সমর্থন করা যাচ্ছে না। ফলে এই হারানো জাতি আজও পৃথিবীর কাছে এক অমিমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে।

Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ