সবাইকে স্বাগত জানাই মিস্ট্রি বাংলা ব্লগে
২০১৬ সালের আগস্ট মাস,স্থান উত্তর লন্ডন, ২৬ বছর বয়সী কেনেডি ইলফ হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করে । সে তার মুখে এক অদ্ভুত ব্যথা অনুভব করে।সে তার বাবা মারধর শুরু করে (এটা হঠাৎ করে আগে সে এমন ছিল না), এছাড়াও সে তার নিজের পুরুষাঙ্গ কর্তন করার চেষ্টাও করে। সবথেকে ভয়ানক হলো: যখন পরিবারের সদস্যরা তাকে পাগল ভেবে বিছানায় বেঁধে রেখে আসে তখন সে একটা পাইথন সাপ দেখতে পায় ।
বিবিসি রিপোর্ট অনুযায়ী"পরিবারটি তাকে স্বাভাবিক করতে চাই এবং তার জন্য পরিবর্তি তিন দিন প্রার্থনা করা হয়।
তার ভাই, কলিন ইলফ পুলিশকে বলে:
"এটা পরিস্কার যে কিছু একটা তার সাথে আছে, আমরা বিশ্বাস করি এটা একটা পিশাচ কারন এটা স্বাভাবিক কিছুনা। এটা তাকে হত্যা করতে চাইছে"
সে আরো বলে:
"আমরা তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে চায়। এটা পরিস্কার যে আমরা ব্যর্থ হলে,সে আমাদের পরিবারের সদস্যদের ক্ষতি করবে"
কেনিডি ইলফ তিন দিন ধরে বিছানায় থাকে।তার ভাই বলেন কেনিডির ডি-হাইড্রেশন শুরু হলে আমরা ডাক্তার ডাকি কিন্তু সে ঔষধ সেবন করে না। ঠিক রাত ১০:১৭ মিনিটে কেনেডি মারা যায়।
পোস্ট মার্টেম রিপোর্ট লেখা যায় কেনেডিকে কোন এক বিরাট প্রানীর কামড়ে তার মৃত্যু হয়েছে।এরপর তদন্ত করা হয় এই ঘটনাটার, এতে বেরিয়ে আসে এক অদ্ভুত গল্প।
কেনেডির পরিবার প্রেত সাধনা করত। তারা শয়তানের উপাসনা করত, এবং এর সমস্ত রিচুয়াল পালন করতো। তারা মানুষ বলি দেত। শয়তানের খুশির জন্য কেনেডিকে বলি দেতে বলা হয়, কিন্তু তারা রাজি হয়না। এর ফলে তার উপর কালোজাদু করা হয়।
পুলিশ তার পরিবারের সাত সদস্যকে গ্ৰেফতার করে। তাদের বিরুদ্ধে নরহত্যা, এবং কেনেডি হত্যাকাণ্ডে মামলা ঠোকা হয়।
বিবিসি রিপোর্ট, তার বাবা মিস্টার কেনেট ইলফ বলে:
"সে তার ছেলেকে বাঁচাতে চাইছিল, কিন্তু অকাল্ট ও গুপ্ত সৎগঠন গোত্ররা তাকে জোর করতে থাকে"
আজ এ পর্যন্তই আগামী আর্টিকেল নিয়ে শ্রীঘ্রই আসছি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।