৯৯৯ ফোন কল হল এমন একটি মিথ, যেখানে বলা হয় যে, যদি আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাহলে আপনি ডায়াল করুন ৯৯৯ নাম্বারে। তাহলে আপনার চার্জ ফুল হয়ে যাবে।
একটি ফিচার আছে ব্ল্যাকবেরি ফোনে। যদি ব্যাটারির চার্জ প্রায় শেষ হয়ে যায়, তখন ফোন অটোমেটিক লকড হয়ে যায়, অন্য কোন ফিচার কাজ করে না, এবং ইমার্জেন্সি কল ছাড়া অন্য কোন কল দেওয়া যায়না। ইউজাররা বুঝতে পারে যে যদি ৯৯৯ নাম্বারে ফোন দেয় তাহলে দেখা যায় যে ফোনটি কিছুক্ষণের জন্য কাজ করে। এবং তারা অন্য কল করতে পারে।
২০১৩ সালে ডারবিসাইরে একটি প্রেস রিলিজ করা হয়, যাতে উক্ত ব্যবহারকারির ওপর অভিযোগ আনা হয়। পুলিশ জানায় যে প্রতিটি ৯৯৯ নাম্বারে কল যেটা তারা করে সাথে সাথে কেটে দেয়, এবং যখন অপারেটর ফোন ব্র্যাক দিয়ে জানতে চায় কোন সাহায্য লাগবে কিনা, তখন তারা বলে কোন সমস্যা নেয়। এতে পুলিশের সময় নষ্ট হয়।
বেডফোর্ডসায়ার পুলিশ নাগরিক জানায় যে যদি কোন ইমার্জেন্সি না থাকে তাহলে যেন তারা ফোন না দেয়। এতে সত্যিই যাদের ইমার্জেন্সি দরকার, তাদের সেবা দিতে ব্যহত হয়।
এভাবে ছয় মাস মিথ্যা কল বৃদ্ধি পাওয়ায় মানুষের মনে এই আরবান লিজেন্ড জন্ম নেয়।