Mysteries Club 27- রহস্যময় ২৭ ক্লাব

২৭‌ ক্লাব একটি ক্লাব যেখানের সদস্যদের ২৭ বছর বয়সে মারা যেতে হবে। সত্যিকারে এমন কোন ক্লাবের কোন অস্তিত্ব পাওয়া যায়নি, তবে কিছু এমন ঘটনা ঘটে যে এর অস্তিত্ব কে একেবারে ফেলেও দেয়া যায়না। বলা হয়ে থাকে এই ক্লাবে মেম্বার জনপ্রিয় সব সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীগন। তবে কারা সে সম্পর্কে কোন ধারনা নেই। মানুষের মধ্যে ধারনা আছে যে সমস্ত জনপ্রিয় মিউজিশিয়ান ও অভিনেতা যারা ২৭ বছরে মারা যায় তারাই এর সদস্য। এবং জন্ম নেয় একটি আরবান লিজেন্ড।


এই ক্লাবে সেই সমস্ত জনপ্রিয় মিউজিশিয়ান ও অভিনেতা আছেন যারা ২৭ বছরেই মারা গেছেন। তাদের মৃত্যুর জন্য দায়ী করা হয় ড্রাগ, অ্যালকোহল গ্ৰহন অথবা কোন হিংসাত্মক ঘটনা তেমন: হত্যা, আত্মহত্যা, রোড এক্সিডেন্ট ইত্যাদি। ঘটনাগুলো বিভিন্ন ম্যাগাজিন, জার্নাল, দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। ঘটনাগুলো নিয়ে বিভিন্ন উপন্যাস, সিনেমা, নাটক তৈরি করা হয়।
১৯৬৯ ও ১৯৭১ সালে ঘটে যাওয়া বিভিন্ন মিউজিশিয়ান মৃত্যুর ঘটনাগুলোকে অলৌকিক কিছু ভাবা হয়। বলা হয় যে এভাবে ২৭ বছরে মারা যাওয়া কোন স্বাভাবিক বা কাকতালীয় ঘটনা নয়। মিউজিক বায়োগ্ৰাফার চার্লস আর. ক্রস লেখেন "২৭ বছর বয়সে মারা যাওয়া সংগীতশিল্পীদের সংখ্যা যে কোনও মান অনুসারে সত্যিই অসাধারণ।মানুষ সব বয়সে নিয়মিত মারা যায়,২৭ বছর বয়সে মারা যাওয়া সংগীতশিল্পীদের জন্য একটি পরিসংখ্যানগত অস্বাভাবিক তা রয়েছে"
১৯৬৯ ও ১৯৭১ এই দুই বছরের মধ্যে মারা যান ব্রাইন জোন্স, জিমি হেনড্রিক্স, জ্যানিস জপলিন ও জিম মরিসন, যাদের প্রত্যেকের বয়স ছিল ২৭ বছর। ফলে এই কাকতালীয় ঘটনা কিছু মন্তব্যের জন্ম দেয়। তবে ১৯৯৪ সালে ঘটে যাওয়া কার্ট কোবিন এর মৃত্যুর পর সবাই নড়েচড়ে ওঠে। তখন থেকেই মানুষের মধ্যে ২৭ ক্লাব ধারনা জন্মায়। তখন এই সমস্ত কৌতূহল মানুষকে একটা আরবান লিজেন্ড জন্ম দেয় যে এই সমস্ত জনপ্রিয় শিল্পীরা, যারা ২৭ বছরে মারা যাচ্ছেন তারা প্রত্যেকেই এই ২৭ ক্লাবের সদস্য। এবং মিউজিশিয়ান রবার্ট জনসন এদের মধ্যে প্রথম সদস্য, যিনি,১৯৩৮ সালে ২৭ বছরে মারা যায়।

কোবেন এর মা ওয়েনডি ফ্রাডেনবার্গ কোবেন, তিনি দ্য ডেইলি ওয়ার্ল্ড-এ একটি সাক্ষাৎকার দেন " এখন সে এই চলে গেছে এবং এই ক্লাবে(২৭ ক্লাব) জয়েন করেছে। আমি দিকে নিষেধ করেছিলাম যেন সে এই ক্লাবের সদস্য না হতে।"

এছাড়াও অভিনেতা জোনাথন ব্রান্ডিস যে কিনা ২৭ বছর‌ বয়সে আত্মহত্যা করে ২০০৩ সালে। ২০১৬ সালে মারা যায় সংগীতশিল্পী ও অভিনেতা অ্যান্টন এলচিন, জেন মিশেল বাসকুট তিনিও ২০১৬ সালে ২৭ বছর বয়সে মারা যান

সত্যিই কি এমন কোন ক্লাবের অস্তিত আছে যেখানে সদস্য হলে ২৭ বছর বয়সে মারা যেতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন