বাংলাদেশের ১০টি উর্বান লিজেন্ডস

বাংলাদেশ একটি অতি প্রাচীন ইতিহাসের ভূমি । এর রয়েছে অনেক গৌরবের ইতিহাস। অতি প্রাচীন কাল থেকেই রয়েছে এ দেশের মানুষের মধ্যে  ভূতের ভয় । কুপ্রথার কারনেই হোক বা সত্যি ,এদেশের সংস্কৃতিতে ভূত কে দেওয়া হয়েছে বিশেষ স্থান।  এজন্যই আমাদের বাংলা সাহিত্য ভূতকে নিয়ে অনেক রচনা লেখা হয়েছে ।
আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারনেটের একটি বহু আলোচিত শব্দ নিয়ে । তা হলো উর্বান লিজেন্ডস । উর্বান লিজেন্ডস হলো সৈই বিষয় যাকে কোন ভাবেই দেখা যায়নি বা যার সম্পর্কে কোন কিছু ব্যাখ্যা করা যায় না।

আজকে আমরা বাংলাদেশী ১০টি উর্বান লিজেন্ডস সম্পর্কে জানবো যা আমাদের লোকমূখে শোনা এবং আমাদের সাহিত্যে এসেছে । এবং এদের অনেকের নাম আমরা ছোট বেলায় শুনেছি।চলুন শুরু করা যাক ।
১.ব্রাহ্মদৈত্য

ব্রাহ্মদৈত্য হচ্ছে বাংলা সাহিত্যের একটি পরিচিত শব্দ ।ব্রাহ্মদৈত্য হলেন তাঁরা যারা জীবিত অবস্থায় ব্রাহ্মন ছিলেন । এবং মৃত্যুর পর তারা ব্রাহ্মদৈত্য হয়েছে ।এরা দেখতে বৃহৎকার এবং এরা ধূতি পরে থাকে । এরা পুরোটাই ব্রাহ্মন মত দেখতে । বাংলা সাহিত্যের এবং লোকমুখে এর কথা শোনা যায়। এবং অনেকেই একে দেখেছে বলে দাবি করে ।
২.পেত্নি

পেত্নি হলো তারাই যারা বিয়ের আগে মারা যায় , এবং তাদের বিয়ে না হওয়ায় তাদের মনে ক্ষোভ থাকে । এজন্য তারা প্রতিশোধের জন্য মানুষকে বিভিন্ন ভাবে ক্ষতি করে থাকে । আপনি যদি বাংলা সাহিত্যে অধ্যায়ন করে থাকেন তবে বুঝবেন ,এরা সাধারণত শাড়ি পড়ে গাছে বসে থাকতে । তারা সাধারণত তেঁতুল,বট গাছ বেছে নেয় । এরা গাছে বসে তাদের লম্বা চুল ঝুলিয়ে রাখে । আর ওই পথ দিয়ে যখন কোন পথচারী হেঁটে যায় তখন তাদেরকে বিভিন্ন ক্ষতি সাধন করে।
৩.শাঁকচুন্নি

শাঁকচুন্নি আর পেত্নি একি জিনিস তবে পার্থক্য হচ্ছে এটায় যে , এরা বিবাহিত । শাঁকচুন্নিরা গ্রামে কোনো এক গাছে বাস করে , এবং এরা বিবাহিত নারীদেরকেই ক্ষতি করে।
৪.স্কন্ধকাটা

এই  ভূতেরা এমন লোকের অবশিষ্টাংশ যাদের মাথা তাদের কাঁধ থেকে কোন কারণে কেটে যায়। এরপর তারা মৃত্যুর পর ভূত হয়ে তারা তাদের ওই কাঁটা মাথা খুঁজতে থাকে। এ অবস্থায় মানুষ তাদের দেখে ভয় পেয়ে থাকে।
৫.মামদো ভূত

মামদো হলেন বাংলা মুসলমানদের ভূত যারা অস্বাভাবিকভাবে মৃত্যু বরণ করে। এই ভূত প্রায়ই চাবুক ক্যাপ পরেন এবং দীর্ঘ দাড়ি আছে।
৬.আলেয়া



যখন আপনি যখন রাত্রেবেলা একাকি পথ চলবেন নির্জন যায়গা দিয়ে, অথবা জঙ্গল দিয়ে । তখন যদি মনে হয় যে আপনি পথ হারিয়েছেন তখন কেমন লাগবে। আপনি হয়ত ভাববেন এটা হলো কিভাবে? এর জন্য দায়ি আলেয়া। আলেয়া পথিককে বিভ্রান্ত করে থাকে।
৭.নিশি

ধরুন আপনি আপনার বন্ধুর সাথে পরিকল্পনা করলেন যে আগামীকাল গভীর রাতে মাছ ধরতে যাবেন । ঠিক সেসময় যদি আপনার বন্ধু আপনাকে ডাকে তবে সাথে সাথে বের হবেন না। তিনবার ডাকার পর বের হবেন ।কারন নিশি তিনবার ডাকে না, দুইবার ডাকে । এই দুইবার ডাকের মধ্যে যদি বের হন তবে দেখবেন আপনার বন্ধু দাঁড়িয়ে আছে। মূলত আপনার বন্ধুর বেশ ধরে নিশি দাঁড়িয়ে থাকে । এরপর আপনি তার সাথে রওনা হলে সে আপনার কোন ক্ষতি করে দিবে।
৮.ডাইনি

এরা খুব নিচু ধরনের জীব এরা ছোট ছেলেমেয়েদের ধরে খেয়ে ফেলে ।এরা সাধারণত ইংরেজি witch এর বাংলা রূপ। এদের সম্পর্কে বিস্তারিত অন্য পোস্টে জানানো হবে।
৯.ডাকিনি

এরা গ্রামবাংলায় থাকে এবং গ্রামবাসীকে বিভিন্ন ভাবে বশ করে তাদের ডাকতে থাকে, এবং তাদের ক্ষতি করে দেয়।এদের সম্পর্কে বিস্তারিত অন্য পোস্টে জানানো হবে।
১০.জ্বীন

জ্বীন পবিত্র কোরআনে বর্ণিত একটি জাতি । উল্লেখ্য এখানে যত লিজেন্ডসদের কথা বলা হয়েছে তাদের মধ্যে এদের অস্তিত্ব আছে। ছোটখাটো পোস্টে এদের সম্পর্কে বিস্তারিত বলা যাবেনা তাই অন্য  পোস্টে বিস্তারিত জানানো হবে।
আজ এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন