Georgia GuideStone

জর্জিয়া গাইডস্টোন



অনেক দিন পর নতুন আর্টিকেল লিখছি আশা করছি ভূলক্রটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।

১৭৯০ সালের জুন মাস, একজন মানুষ যার ছদ্মনাম R.C ক্রিস্টিয়ান সে এসেছিল আলবার্টন গ্ৰানাইট ফিনিশিং কোম্পানির কাছে একটি মনুমেন্ট নির্মাণের জন্য।সে এই মনুমেন্ট নির্মাণের জন্য অনেক টাকা দিয়েছিল এবং বলেছিল মনুমেন্ট নির্মাণের পর এটার সমস্ত প্লান নষ্ট করে দিতে হবে , এছাড়াও তার আসল পরিচয় (যেটা সে দিয়েছিল ) সেটাও জনসাধারণের কাছে গোপন রাখতে হবে ।


১৯৮০ সালে এর নির্মাণ কাজ শেষ হয় । এই পাথর গুলোর সামনে লেখা আছে"Let these be guidestones to an Age of Reason."এই গাইডস্টোনে ১০ টি গাইডলাইন আছে যেগুলো মানে জীবন ও সমাজকে নতুন ভাবে তৈরীর কর। এই গাইডস্টোনটি ৮ টি ভাষায় লেখা ইংরেজি, স্প্যানিশ,সুইচ, সংস্কৃতি, হিব্রু,আরবি , চাইনিজ এবং রুশ। এই গাইডস্টোন যে ১০ টি গাইডলাইন আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:



- প্রকৃতি ভারসাম্য রক্ষার জন্য জনসংখ্যা ৫০কোটি রাখতে হবে।

- আবেগ , বিশ্বাস, ঐতিহ্য ইত্যাদি নিয়ন্ত্রণ করো ।

- ব্যক্তিগত অধিকার ও সামাজিক কর্তব্য নিয়ন্ত্রণ করো ।

- পৃথিবীর জন্য ক্যান্সার না হয়ে, প্রকৃতি ত্যাগ করো ।

গাইডস্টোন একটি অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার নির্দেশ করে । এবং প্রতিদিন দুপুর বেলা সূর্য ঠিক যেখানে অবস্থান করে , ঠিক সেই যায়গাটা দেখার জন্য এই গাইডস্টোনে একটি ছোট ছিদ্র আছে ।
এই ছিদ্র দিয়ে তাকালে মনে হয় সূর্য ঠিক এর মধ্যে‌ লেগে আছে । গাইডস্টোনটির ঠিক উপরে চারটি প্রাচীন ভাষায় নাম লেখা আছে সেগুলো হলো: ব্যবলনীয় কানিফার্ম, ক্লাসিক্যাল গ্ৰীক , সংস্কৃতি, মিশরীয় হিরোগ্ল্যাফি। মনে করা হয় এই গাইডস্টোনের যেকোনো একটি ট্যাবলেটের মাটির তলে একটি টাইম ক্যাপসুল পুঁতে রাখা হয়েছ, কিন্তু কত তারিখে সেই টাইম ক্যাপসুল তোলা হবে তা জানা যায়নি।

এই গাইডস্টোনটি নিয়ে বিতর্কের শেষ নেই। কনস্পারিসি থিওরিস্টদের বিশ্বাস এই গাইডস্টোনটি শয়তানের পূজারী অথবা নিউ ওয়ার্ল্ড অর্ডার(Illuminati) বাস্তবায়ন টিমের কাজ। এছাড়াও অনেকের মতে এটি কোন ভবিষ্যৎ বাণী, যা সম্ভাবত বিশেষভাবে বিজ্ঞান সম্পর্কে জ্ঞানী এমন ব্যক্তি করেছেন।

যাইহোক এই গাইডস্টোন সম্পর্কে সঠিক তথ্য এখানো আমরা জানিনা । আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন । ধন্যবাদ।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পূর্বতন