সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। নতুন আর্টিকেল আসতে একটু দেরি হয়ে গেল।আজ আমরা হাজির হয়েছি আরেকটি গুপ্তধন সম্পর্কে জানাতে। এটি জাহাজ যা হারিয়ে গেছে প্রায় দুইশ বছর আগে সাথে নিয়ে প্রচুর ধনদৌলত।তো চলুন শুরু করা যাক।
যদি আমাদের প্রশ্ন করা হয়, পৃথিবীর সবচেয়ে ক্রিমিনালি আন্ডাররেটেড সিনেমা কোনটি। অবশ্যই সেটা সাহারা। কারণ আমরা ছবিটির দুইটা অংশ দেখতে পায়। প্রথমটা হলো একটা জাহাজ খুঁজে বেড়ানো যা মরুভূমিতে হারিয়ে গেছে। দ্বিতীয় অংশে আমরা দেখতে পায় বেঁচে থাকার লড়াই। জ্বী The McConaissance সত্যিই যা শুরু হয়েছিল ২০০৫ সালে
পৃথিবীতে যত গালগল্প আছে তার মধ্যে এটি একটি যে একটি সি ফ্যারিং ভ্যাসেল(মেরিন) ভূপাতিত হয়ে আছে সাল্টন সি বেসিনে । একশো বছর ধরে এটা যারা দেখেছেন বলে দাবি করেছেন তাদের মধ্যে আছে আমেরিকান,নেটিভ আমেরিকান, স্প্যানিশ এক্সপ্লোরার, অভিবাসী, গুপ্তধন সন্ধানীরা।
সাধারনত এদের মধ্যে অনেকেই আছে যারা এই গল্প বিশ্বাস করে না। কারন একটি জাহাজ কোথাও পড়ে থাকবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার খোঁজ পাওয়া যাবেনা এটা হতেই পারেনা।
১৮৭০ সালে লস অ্যাঞ্জেলস স্টার রিপোর্ট করে জাহাজটা পাওয়া গেছে। এটা খুঁজে পেয়েছিলেন চার্লি ক্ল্যাসকার। এরপর ক্ল্যাসকার ফিরতি পথে তখন তিনি রহস্যজনকভাবে গায়েব হয়ে যান, আর এ ঘটনায় ধারনা করা হয় জাহাজটির অস্তিত্ব আছে।
আরেক ঘটনা এমন, একজন মুসাফির জাহাজটি খুঁজে পায় এবং অনেক মনি-মুক্তা পায়। সে অনেক ধন পাওয়ার পর জাহাজটি আবার খুঁজতে থাকে। কিন্তু সে ওই জাহাজের আর কোন হদিস পায়না। তবে তার আত্মবিশ্বাসের জোরে পুরো জীবনটাই অতিবাহিত করে দেয় জাহাজ আর গুপ্তধনের খোঁজে।
বর্তমানে এই জাহাজ টিকে খোঁজ করা হচ্ছে, চাইলে আপনি যোগ দিতে পারেন তাদের সাথে।
আজ এ পর্যন্তই আগামী আর্টিকেল নিয়ে শ্রীঘ্রই আসছি, সবাই ভালো থাকবেন সবসময়।